আবার লাইনচ্যুত মালগাড়ি। বাংলায় ট্রেন দুর্ঘটনা। এবার মালদার হরিশ্চন্দ্রপুরে বেলাইন হল তেল বোঝাই মালগাড়ি। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তেলবোঝাই একটি মালগাড়ি।মালদার খুরিয়াল এবং কুমেদপুর স্টেশনের মাঝে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানা গেছে। তবে এই ঘটনায় হতাহত কেউ হয়নি। খবর পেয়ে দ্রুত রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছোন। তারা অবশ্য এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। দ্রুত কামরাগুলিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর কয়েকটি রেল দুর্ঘটনা ঘটায় ফের,রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল। গত ১৭ জুন রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই ঘটনায় মালগাড়ির চালকসহ অন্তত ১০জনের মৃত্যু হয়েছিল। মাত্র দেড় মাসের ব্যবধানে সেই জায়গাতে ফের ঘটেছিল দুর্ঘটনা।
Discussion about this post