বাংলার একটি জলন্ত ইস্যু গঙ্গা ভাঙন। গত ৭৫ বছরেও যে সমস্যার সমাধান হয়নি। এবার মালদা জেলার অস্বিত্ব থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাঙনের ফলে রতুয়াযতে মিশে যাচ্ছে গঙ্গা ও ফুলহর নদী। রাজ্যসভার অধিবেশনের প্রথমার্ধে জিরো আওয়ারে সাংসদ মৌসুম নুর মালদার গঙ্গা-ফুলহর-মহানন্দা-টাঙনে র ভাঙন সমস্যা ও তার প্রতিকারের দাবি করেন। গঙ্গা জাতীয় নদী হওয়া সত্ত্বেও এবারও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটে মালদার গঙ্গা নদীর ভাঙন রোধের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ মৌসুম নুর। তিনি বলেন, মানিকচক, রতুয়া-১, কালিয়াচক-৩, কালিয়াচক-২ ব্লকে গঙ্গার ভাঙনে প্রতিবছর ভাঙন মরশুমে উদ্বাস্তু হচ্ছে হাজারো পরিবার। তলিয়ে যাচ্ছে কৃষিজমি, ভিটেমাটি। তলিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপস্বাস্থ্যকেন্দ্র, সরকারি অফিস, রাস্তাঘাট। অথচ এবারের বাজেটেও ভাঙন রোধের কোনও আর্থিক সংস্থান রাখেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনই অভিযোগ এনে বুধবার রাজ্যসভায় জিরো আওয়ারে গঙ্গা, ফুলহর নদীর ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণের দাবিতে সোচ্চার হন মৌসুম।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post