মিড ডে মিলের রান্না চলাকালীন আইসিডিএস কেন্দ্রের দেওয়াল ভেঙে বিপত্তি। দেওয়াল চাপা পড়ে জখম আইসিডিএস কর্মী। পুরুলিয়ার হুড়া ব্লকের মাঝিপাড়া আইসিডিএস কেন্দ্রের ঘটনা। রাজ্য জুড়ে আইসিডিএস কেন্দ্রগুলির অবস্থা বেহাল। কোথাও মাথার উপর ছাউনি নেই তো কোথাও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না। পুরুলিয়ার হুড়া ব্লকের মাঝিপাড়ায় একটি আইসিডিএস কেন্দ্র রয়েছে। বাকিদের মতো এরও অবস্থা বেশ জরাজীর্ণ। এদিন সেই আইসিডিএস সেন্টারে ঘটে গেল বিপত্তি। রান্না চলাকালিন আচমকা ভেঙে পড়ল সেন্টারের দেওয়াল। আর তাতেই গুরুতর জখম হলেন আইসিডিএস সেন্টারের কর্মী।
সংশ্লিষ্ট সেন্টারের সহায়িকা বেলা পাল গুরুতর জখম অবস্থায় বাঁকুড়ার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। জানা গিয়েছে দেওয়াল চাপা পড়ে কোমর ভেঙেছে ওই কর্মীর। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে এলাকায়।স্থানীয়রা দেওয়ালচাপা অবস্থা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। জখম গুরুতর হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দেওয়ালটি বহু আগে থেকেই জরাজীর্ণ ছিল। বার বার প্রশাসনকে জানানো সত্ত্বেও কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ সংশ্লিষ্ট সেন্টারের কর্মী মায়া দত্তর।
সহায়িকা আহত হলেও বরাতজোরে বেঁচে যায় শিশুরা। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে স্থানীয় হুড়া থানার পুলিশ। আইসিডিএস সেন্টারের স্বাস্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। আহত সহায়িকার পরিবারের সদস্যদের দাবি সহায়িকা সুস্থ না হওয়া পর্যন্ত সেন্টারে রান্নার ব্যবস্থা করা হোক। খুবই দু:খজনক ঘটনা। বললেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো। পাশাপাশি তিনি জানালেন জরাজীর্ণ আইসিডিএস সেন্টারগুলির দ্রুত মেরামতির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনা ঘটলে সহানুভূতি, প্রয়োজনে ক্ষমা চেয়ে নেওয়ার মতো বিষয়। বেশি বাড়াবাড়ি হলে কোথাও বা ক্ষতিপূরণ। কিন্তু আদতে ত্রুটি সংশোধনে গাফিলতি। কবে ফিরবে আইসিডিএস সেন্টারগুলির হাল। উঠছে প্রশ্ন
Discussion about this post