বৃহস্পতিবার ভোট প্রচারের শেষ দিন ছিল। এদিন বসিরহাট স্টেডিয়াম মাঠে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে দলীয় কর্মীদের তিনি বলেন, ‘‘ভোট করতে গিয়ে কাউকে জেলে যেতে হলে পাঁচ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। আমি রাত জেগে পাহারায় আছি। মনে রাখবেন, গ্রামে কেউ ঢুকলে সকলকে সতর্ক থাকার জন্য শাঁখ এবং হুইসেল বাজাতে হবে।
এরা পারে না এমন কোনও কাজ নেই। ভোগী পিসি আর তাঁর চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আই প্যাকের চোরগুলিকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে নষ্ট করেছে বাংলায়। এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। কত জন পঞ্চায়েতে, পুরসভায় ভোট দিতে পারেননি! সব হিসাব হবে, কয়েক মাসের মধ্যে বিজেপি আসছে। বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব। আর যদি অবসর নেন, অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব। আমার মিটিংয়ে গেছে, ছেলেকে মেরেছে কোথায় তারা পালিয়ে গেছে না? যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। বেতন কি ভাইপো দেয় আপনাদের না? ট্যাক্সের টাকায় বেতন পান লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের অধীনে আছেন কী সাহস।”
Discussion about this post