ভোট গণনার আগের দিন ফের ভোট বাংলায়। লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যে মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন। রবিবার বিকেলে কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। যদিও রাজ্যে প্রায় ২৫০ বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখে পুনরায় রাজ্যের দুই কেন্দ্রে পুননির্বাচন হচ্ছে আজ। আজ বারাসত লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচন। সোমবার নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু’টি বুথ রয়েছে। বারাসতের দেগঙ্গায় ৬১ কদম্বগাছিতে ভোট নেওয়া হচ্ছে সোমবার। অন্যদিকে, মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হচ্ছে ভোটগ্রহণ।
উল্লেখ্য, সপ্তম দফার ভোটে রাজ্যের ৯ কেন্দ্রে বহু বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। কংগ্রেস এবং বিজেপির তরফে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়। তবে রবিবার মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই দুটি বুথে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দেন কমিশনের সচিব রাকেশ কুমার।
Discussion about this post