আজ বঙ্গে অমিত শাহের জোড়া কর্মসূচি। প্রথমে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করলেন অমিত শাহ। এরপর বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচার সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কৃষ্ণনগরে রোড-শো থেকেই ভোটবার্তা দিলেন শাহ। বঙ্গের লোকসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালি। সম্প্রতি, ‘স্টিং’ অপারেশনে ভাইরাল ভিডিও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। যে ভিডিওতে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ভুয়ো, সবটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক। বিজেপির পালটা দাবি, ওই ভিডিওর সত্যতা যাচাই করতে সিবিআই তদন্ত চাই। এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ওই ভিডিও ডিপফেক। এক্স হ্যান্ডলে শুভেন্দুর বক্তব্য, আজকের AI এর যুগে কী না হয়? রাজনৈতিক ষড়যন্ত্রের লক্ষ্যে এধরনের ভিডিও তৈরি করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। সোমবার এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে অমিত শাহ বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এতদিন ধরে সন্দেশখালিতে যেসব নেতারা মহিলাদের উপর নির্যাতন করছিল, তাঁদের গ্রেপ্তার করেননি কেন? আপনার দলের নেতারাই দুরাচার করছিলেন। আপনি কি শাহজাহানকে নির্দোষ মনে করেন? কেন হাইকোর্টকে এ বিষয়ে নির্দেশ দিতে হল? মহুয়া দিদি তো নিজেই ফেঁসে গিয়েছেন। এবার এখান থেকে রানিসাহেবাই জিতবেন।”
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post