ঘাটালে এবার হিরো বানাম হিরোর লড়াই। যদিও দুজনের কেরিয়ারগ্রাফে রয়েছে জমিন-আসমানের ফারাক। একজন ইন্ডাস্ট্রির অন্যতম বড় সুপারস্টার, অন্যজনের অভিনয় কেরিয়ার সেভাবে দাগ কাটতে পারিনি। ২৪ এর লোকসভায় মুখোমুখি তাঁরা। ঘটালের দু-বারের জয়ী সাংসদ দেবের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামা বলছে কোটিপতি এই বিজেপি প্রার্থী। ২০২২-২৩ অর্থবর্ষে হিরণের আয় ছিল মাত্র ৫,৪২,৫৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তারকা বিধায়কের আয় ছিল ৯,০১,৯১০ টাকা। তার আগের অর্থবর্ষে আয় ছিল ৫,০১,৬৭০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৭, ৮০,২৫০ টাকা। এবং ২০১৮-১৯ অর্থবর্ষে হিরণের আয় ছিল ৮,৬৮,১২৩ টাকা। একাধিক ব্যাঙ্কে সেভিংস একাউন্ট রয়েছে হিরনের। ৪ লক্ষ ৭১ হাজার ৬৯৬ টাকার গাড়ি রয়েছে। ১৫ লক্ষ টাকার গয়না রয়েছে। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩,১৩,১৫,৮২৮ টাকা। ২০১৫ সালে কসবায় ৩২ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন এই বিজেপি প্রার্থী। যার বর্তমান মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। ওদিকে বাজারে হিরণের ঋণ রয়েছে ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকার। নিজের আয়ের উৎস হিসাবে হিরণ উল্লেখ করেছেন অভিনয়, বিধায়ক হিসাবে পাওয়া ভাতা এবং ব্যবসা। উল্লেখ্য, দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। এবং ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে দেবের। সুতরাং সম্পত্তি ব্যাংক ব্যালেন্সের দিক থেকে হিরনের তুলনায় যথেষ্ট এগিয়ে দেব। যদিও হিরনের শিক্ষাগত যোগ্যতা দেবের চেয়ে বেশি। দেব কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন ২০০৩ সালে। অন্যদিকে হিরণ ২০২১ সালে গ্রামীণ উন্নয়ন নিয়ে PhD করেছেন, আপাতত আইআইটি খড়্গপুরে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো এই বিজেপি প্রার্থী।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post