শুক্রবার সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে দেখা যায় আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এই কেন্দ্র থেকে বিজেপি বিপুল ব্যবধানে জিতবে বলে আশা প্রকাশ করেন মনোজ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে দেখা যায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী। আজ সকালে আলিপুরদুয়ার জেলার সিংহানিয়া চা বাগানে 14/12 বুথে পরিবারকে নিয়ে ভোট দিতে যান বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এই কেন্দ্রের গতবারের জয়ী বিজেপি প্রার্থী ছিলেন জন বার্লা। তবে এবারে তার ওপর ভরসা রাখেনি দল। মনোজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক। প্রথম দফা নির্বাচনের আগেই উত্তরবঙ্গ একাধিক নির্বাচনী সভা করেছেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনে উত্তরবঙ্গের প্রচারে ঝড় কার্যত তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক সভাতে মমতার গলায় নির্বাচনের স্বাধীনতা রক্ষা, সংবিধান রক্ষার লড়াইয়ের কথা শোনা যায়। বিজেপির ইস্তেহারে বলা ‘এক দেশ এক ভোট’ নীতিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘এক দেশ, এক ভোট মানে এক নেতা, এক খাবার, এক ভাষা, এক ভাবনা। সেই কারণে, সারা দেশ বুঝে গিয়েছে, এ বার আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, তা হলে বিজেপি হাটাও। না হলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের ইতিহাস, ভুগোল সব গুলিয়ে দিচ্ছে ওরা।’ এবার সেই মন্তব্যেরই পাল্টা খোঁচা দিলেন মনোজ টিক্কা। বামফ্রন্টের সঙ্গে তুলনা করে মনোজ বলেন, ‘বামেদের মত অবস্থা হবে’।
Discussion about this post