বড়কাছারি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ থেকে ৯০ টি দোকান পুড়ে যায়। ক্রিমিনাল বিধায়ককে নিয়ে মন্দিরে পুজো দিতে এসেছিলেন অভিষেক। এরপর সেই রাতেই আগুন। বললেন অভিজিৎ। বুধবার ছিল রামনবমী। ওই দিন বড়কাছারির মন্দিরে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামনামে যখন পেতে ছিল গোটা রাজ্য। সেই সময় স্রোতের উল্টোদিকেই হাঁটতে দেখা গিয়েছিল অভিষেককে। এদিন অভিষেকের পাশে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। অভিষেক ফিরতেই সেই রাতে বড়কাছারি মন্দির সংলগ্ন এলাকায় বড় বিপদ নেমে আসে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ৮০ থেকে ৯০ টি দোকান।
ভিও- দুর্ঘটনার খবর শুনে বড় কাছারিতে ছুটে যান বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান । দেশজুড়ে চলছে এখন অষ্টাদশ লোকসভা ভোটের মরশুম। নির্বাচনী আর্দশ আচরন বিধি চালু থাকায় ইচ্ছে থাকলেও বেশি কিছুর করা উপায় নেই। তবে প্রশাসনের তরফ থেকে যতটুকু করা সম্ভব, অবশ্যই করা হবে। ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে আশ্বাস দিলেন মন্ত্রী। সেদিনের পর আজ, শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে যান অভিজিৎ দাস। যিনি এই লোকসভা নির্বাচনে ডায়মণ্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিষেকের বিপক্ষে। বিপদগ্রস্ত মানুষগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনিও। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকা কোন অমূলক নয়। বললেন ডায়মণ্ড হারবারের বিজেপি প্রার্থী। তার দাবি আদৌ সত্যি কিনা পুরো বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post