পুলিশি অভিযানকে কেন্দ্র করে এবার শোরগোল।হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি হাইকোর্টে গিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। তাঁদের অভিযোগ, কোনও তথ্য প্রমাণ ছাড়াই পুলিশ তল্লাশির অভিযানের নামে দুজনকে হেনস্থা করছে।। মামলা দায়েরের অনুমতি চেয়ে আদালতে গিয়েছেন তাঁরা। মঙ্গলবার রাতে কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। একইভাবে হিরণের আপ্ত সহায়কের বাড়িতেও হানা দেয় পুলিশ। মঙ্গলবার বিকেলে শুভেন্দুর ভাড়াবাড়িতে ৭০ থেকে ৮০ জন পুলিশের দল যায়। এই ঘটনার খবর পেয়ে কেশপুর থেকে সরাসরি কোলাঘাট থানায় যান বিরোধী দলনেতা। ‘অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল’, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি।
হিরণের মতো তিনিও সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ তালেন। এর প্রতিবাদেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু ও হিরণ। তাঁদের দাবি, কোনও তথ্য ছাড়াই পুলিশ তল্লাশি চালায়। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুনানি হতে পারে শুক্রবার। প্রসঙ্গত, বিজেপির আরও দুই নেতার বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। খড়গপুরে বিজেপির এক মণ্ডল সভাপতিকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে, শুভেন্দু গোটা বিষয়টি অমিত শাহকে জানিয়েছেন। তল্লাশির সিসিটিভি ফুটেজ কমিশনে পাঠানোর কথাও জানিয়েছেন।
Discussion about this post