শালবনিতে নয়, কারখানার জন্য স্থান পরিবর্তন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনির বদলে গড়বেতায় খুব শীঘ্রই সৌরভের ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে। রবিবার এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সৌরভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই এবিষয়ে সমাধানসূত্র বেরোয়। এরপর রবিবার সৌরভ নিজেই জানান, শালবনিতে নয়, গড়বেতায় কারখানা গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সৌরভ কলকাতার নিউটাউনের এক অনুষ্ঠানে জানালেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার ঘোষণা শালবনির ইস্পাত কারখানার কী হল। আমি বলতে চাইছি একটু পরিবর্তন হচ্ছে। শালবনি নয় গড়বেতাতে হবে ইস্পাত কারখানা। আগামী ৩-৪ মাসের মধ্যে কারখানা তৈরীর কাজ শুরু হবে। আশা করছি পশ্চিমবঙ্গর কর্মসংস্থানের একটা দিশা দেখতে পাওয়া যাবে। আমি যেদিন মুখ্যমন্ত্রীকে নিজেই বলেছিলাম কারখানা করতে চাই। দিদি প্রথমে শুনে অবাক হয়েছিল। তখন আমি বলি ইতিমধ্যেই আরও দুটো কারখানা রয়েছে অন্য রাজ্যে।’ তবে কী কারণে শালবনির জায়গায় গড়বেতাতে কারখানা সেটা জানা যাচ্ছে না। তবে সেখানে জমি সমস্যা রয়েছে I
গত স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে গিয়ে শালবনিতে ইস্পাত তৈরীর কথা ঘোষণা করেন সৌরভ। তারপর থেকেই একটা উন্মাদনা এই কারখানাকে নিয়ে তৈরী হয়। বলেছিলেন ৬ মাসে কারখানা হবে। সৌরভ বলেছিলেন, অনেকেই জানেন না, আমি ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেছিলাম। এবার দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করব কয়েক মাসের মধ্যে। মেদিনীপুরের শালবনির জমিতে জিন্দল গোষ্ঠী একসময় ইস্পাত শিল্প গড়ে তোলার কথা বলেছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। তাই সৌরভের ঘোষণা পর বেশ খুশি ছিলেন শালবনির মানুষ।
Discussion about this post