ট্রেন ভর্তি যাত্রী, সকলের মাথায় ছাতা। এ দৃশ্য নিউ জলপাইগুড়ি-হাওড়াগামী বন্দে ভারতের। যা নিয়ে রীতিমতো ক্ষোভ যাত্রীদের মধ্যে। কিন্তু কেন এমন দৃশ্য দেখা গেল বন্দে ভারতে? ঠিক কী হয়েছিল? বন্দে ভারত বোলপুর স্টেশনে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ, মঙ্গলবার ডাউন বন্দে ভারতের ১৩ নং কামরায় আচমকাই এসি বিকল হয়ে যায়। ফলে ট্রেন মালদা স্টেশন ছাড়তেই কামরার মধ্যে থাকা এসি থেকে জল পড়তে শুরু করে। জলের হাত থেকে বাঁচতেই কার্যত কামরার মধ্যেই বাধ্য হয়ে মাথায় ছাতা দিয়ে বসতে হয় যাত্রীদের। সেই সময় ট্রেনে উপস্থিত টিকিট কালেক্টরকে ডেকে পরিস্থিতির কথা জানানো হয়। কিন্তু তাতেও কোনও সুরাহা না মেলায় অবশেষে বোলপুর স্টেশনে ট্রেন পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। স্টেশনে যাত্রী বিক্ষোভের খবরে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় রেলকর্মীরা। কোনওক্রমে বন্দে ভারতের ১৩ নং কামরার জল মুছে সমস্যা সমাধানের চেষ্টা করেন রেলকর্মীরা।
যদিও এ বিষয় বন্দে ভারতের এক যাত্রী জানিয়েছেন, ‘আমরা রাত ৩টের সময় ট্রেনে ওঠি। তখন থেকেই ট্রেনের শীততাপ নিয়ন্ত্রণের মেশিনটি চলছিল না। যেহেতু গোটা ট্রেনটি শীততাপ নিয়ন্ত্রিত, ফলে ট্রেনের জানলার কাঁচ খোলা যায় না। ফলে কামরার ভেতর এসি না চলায় সকল যাত্রীদের যথেষ্টই অস্বস্তি হচ্ছিল। এরপর থেকেই কামরার মধ্যে জল পড়া শুরু হয় বলে অভিযোগ।’তবে বন্দে ভারতের এরূপ সমস্যার জন্য রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Discussion about this post