শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সৌমিত্র বিস্ফোরক দাবি করেন, তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করেছিলেন তিনি। সেই সময় অভিষেক তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। অভিষেকের কথামতো সৌমিত্র তাঁর ভাই আকাশের কাছে যান। বিষ্ণপুরের বিদায়ী সংসদের অভিযোগ, চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রর কথায়, “২০১৭ সাল। আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেক দা বলল চাকরি করে দেবেন। তো কী করতে পারবেন? আমায় বললেন, দাদা তোমার কাছ থেকে বেশি নেব না। এক কাজ করো আট লক্ষ টাকা আর দু’লক্ষ টাকা তোমার জন্য। মোট ১০ লক্ষ টাকা করে ১০০টা ক্যান্ডিডেট এনে দিতে পারো।” এরপরই সৌমিত্রর হুংকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা করতে বিষ্ণুপুর আদালতে এলে তাঁর পোশাক খুলে নেবে তিনি। সৌমিত্র সংযোজন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানীর মামলা করেছে। তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসতেন আমি তাঁর প্যান্ট জামা খুলে নিতাম।” অন্যদিকে সবুজ শিবিরের দাবি তৃণমূলের নাম করে প্রচারে থাকতে চাইছেন বিজেপি প্রার্থী।
Discussion about this post