নিজস্ব প্রতিনিধি: বালুরঘাটে লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবার কেন্দ্রীয় বাহিনীকে লাঠিতে তেলে মাখিয়ে রাখার নিদান দিয়ে বিতর্ক তৈরি করলেন সুকান্ত মজুমদার। যদিও বালুরঘাটের বিজেপি প্রার্থীর ওই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কারণ বিজেপি প্রার্থী কীভাবে বাহিনীর জওয়ানদের নির্দেশ দিতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি বিরোধীদের ভয় দেখাতে বঙ্গ বিজেপির সভাপতি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? তিনি কি নিজের কথা মতো চালানোর চেষ্টা করছেন বাহিনীকে? এই প্রশ্ন তুলছেন অনেকে।
উল্লেখ্য রাজ্যে লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। বালুরঘাট লোকসভা আসনে ভোট হবে আগামী আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায়। তার আগে প্রচারে ঝড় তুলছে সব পক্ষ। কিন্তু বালুরঘাটের বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে যে বিতর্কিত মন্তব্য করেছেন। তা বিরোধী দল তৃণমূলের অভিযোগকে মান্যতা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার কুমারগঞ্জের সভা থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে বলেন, ‘লাঠিতে তেল মাখিয়ে রাখুন। ভোটের দিন বুথে যদি কোনও তৃণমূলের হার্মাদ আসে তাহলে খেলা হবে সোজা ছক্কা, মাঠের বাইরে।’
প্রসঙ্গত জোড়াফুল শিবিরের তরফে অভিযোগ করা হয় বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও কেন্দ্রীয় বাহিনী সুর্নিদিষ্ট শৃঙ্খলা এবং নিয়ম মেনে কাজ করে। সেই আবহে ভোটের মুখে সুকান্ত মজুমদার ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ এর ভূমিকায় অবতীর্ণ হয়ে যে মন্তব্য করেছেন তা গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অনেকে কটাক্ষ করছেন, নিজের আসন বাঁচাতে পারবেন না জেনে বিজেপির রাজ্য সভাপতি বিতর্কিত মন্তব্য করে কর্মীদের মনোবল বাড়ানোর ব্যর্থ চেষ্টা করছেন। সেই সঙ্গে দলকেও মানুষের সামনে হেয় করেছেন সুকান্ত মজুমদার।
Discussion about this post