সম্প্রতি রেড রোডে ঈদের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ পড়েন তিনি। তারপর রাখেন বক্তৃতা। আর এবার সেই বক্তৃতাই কাল হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি। আদর্শ আচরন বিধি লঙ্ঘনের দাবিতে কমিশনারকে চিঠি বিজেপি নেতা শিশির বাজরিয়ার। শুক্রবার বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগের পর সাংবাদিকদের সামনে শিশির জানান, “মুখ্যমন্ত্রী ইদের নামাযের সময় রাজনীতিক প্রচার করেছেন। রেড রোড কি তৃণমূলের মঞ্চ ছিল না কালীঘাটের মঞ্চ ছিল। তিনি বললেন গায়ের জোরে সি এ এ করতে দেব না। একটা সম্প্রদায়ের মনে ভয় ঢোকাচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে একটা ভোট দেবেন না। আপনি মুসলিম সম্প্রদায়ের কি বার্তা দিচ্ছেন। তাদের মনের ভয় ঢুকাচ্ছে। তারা শুধু আপনার ভোট ব্যাঙ্ক ছাড়া তাদের যে কিছুই মানেন না। আমার বলেছি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। আমরা রাজিব কুমার কে চিঠি দিয়েছি। দুই বিষয়ে অবজারভার কে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী কে সেন্সর করার দাবি জানিয়েছি।” বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনে মমতার বিরুদ্ধে অভিযোগ জানানোর কংগ্রেসও। দুয়ারে রেশনে ক্যাম্প নম্বর ৩৭ দার্জিলংয়ে রেশনে জায়গা টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ শিশির বজোরিয়ার। এটা পরিষ্কার ভাবে ভোটারকে ঘুষ দেওয়া হচ্ছে। আচরণ বিধিকে লঙ্ঘন করছে বলে দাবি কংগ্রেসের। এছাড়াও বিজেপি তরফ থেকে বলা হয় ভোটের পরও আগামী তিন মাস রাজ্য শান্তি শৃঙ্খলার স্বার্থে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে।
Discussion about this post