তীব্র দাবদাহকে উপেক্ষা করে রাম নবমী উপলক্ষ্যে রাম নামে মিশে একাকার শাসক বিরোধী উভয় পক্ষই। বুধবার রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয় জেলার দিকে দিকে। এদিন নির্বাচনী প্রচার চলাকালীন কেউ পুজো দিয়ে তো কেউ আবার শোভাযাত্রায় সামিল হয়ে রাম নবমী পালন করলেন রাজ্যের শাসক দলের দলীয় নেতৃত্বের একাংশ। অন্যদিকে, বুধবার হুগলীর চন্দননগরে সাহেববাগান এলাকায় ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তৃণমূলের মনোনীত প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি জনসংযোগ করেন ১৯, ২০, ২১ ও ২২ নং ওয়ার্ডে। একইসঙ্গে ভদ্রেশ্বরের ১৯ নং ওয়ার্ডে জনসংযোগ চলাকালীন হনুমান মন্দিরে পুজো দিতেও দেখা যায় তাঁকে। পছন্দের অভিনেত্রীকে দেখার জন্য চাঁদিফাঁটা রোদকে উপক্ষা করে রাস্তার ধারে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর রচনা বলেন, আমরা সব ঠাকুর পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম, সীতা, লক্ষণ, হনুমানজির পুজো আমরা রোজ করি। রাম কবে থেকে বিজেপির হল ? যেখানেই রামের পুজো হচ্ছে, খবর পেয়েছি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি। একইসঙ্গে রামনবমীর দিন মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নাম না করে বললেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।
প্রতি বছরের ন্যায় এবছরও চুঁচুড়ার কাপাসডাঙায় হিন্দু জাগরণ মঞ্চের তরফে রামনবমী উপলক্ষ্যে পুজো করা হয়। এদিনের কাপাসডাঙার রাম পুজোতে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে নেত্রী জানান, অন্যান্য বছরের মতো এবছর রামনবমীর উৎসবের আবেগ অনেক বেশি। কারণ, দীর্ঘ ৫০০ বছরের পর প্রাণ ফিরে পেয়েছে অযোধ্যা। পাশাপাশি, উৎসাহের সঙ্গে উৎসব পালন করার কথাও বলেন তিনি।
ব্যুরো রিপোর্ট…
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post