মহা সাড়ম্বরে বুধবার রাজ্যজুড়ে রামনবমী উদযাপন করেছে বিজেপি-সহ সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন। রাজনীতির ময়দানে রামকে নিয়ে এসেছে মূলত গেরুয়া শিবির। তার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। গেরুয়া শিবিরের অন্যতম প্রধান রাজনৈতিক স্লোগান হচ্ছে ‘জয় শ্রীরাম’। শুধু তাই নয়, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি তুলে দীর্ঘদিন ধরে নির্বাচনী মঞ্চ কাঁপিয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২০২৪ সালে অযোধ্যায় ধুমধাম করে রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গেও বিগত কয়েক বছর ধরে রামনবমীর শোভাযাত্রা বেড়েছে। তা হয়েছে মূলত বিজেপির উদ্যোগে।
কিন্তু রামকে নিয়ে বিজেপি রাজনীতি করলেও তৃণমূল কংগ্রেস নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। বরং বিভিন্ন সময়ে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করেছিল। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে লক্ষ্য করে ২০১৯ সালে রামের নামে জয়ধ্বনি দেওয়ায় তিনি গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি দিয়েছিলেন। রামের নাম শুনে মমতা অভিযোগ করেছিলেন, বিজেপি কর্মীরা তাঁকে গালাগালি দিচ্ছেন।
শুধু তাই নয় ২০২১ সালের জানুয়ারি মাসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছিলেন। যার পর বক্তৃতা না দিয়ে পোডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।রামকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষোভের পরেও, ২০২৪ সালে এক ভিন্ন ছবি দেখল দেশবাসী। বুধবার রামনবমীর দিনে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মহা সাড়ম্বড়ে রামনবমীতে অংশ নেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন এক্স হ্যান্ডেলে রামনবমী উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন। বুধবার রামনবমীর পুজোতে সামিল হয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
শুধু দেবাংশু নন, রামনবমীর অনুষ্ঠানে অংশ নিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব। সরাসরি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন।
কিন্তু ভোটের আগে কেন রামনবমী উদযাপন করছে তৃণমূল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন ভোটে ভরাডুবি নিশ্চিত জেনে হিন্দু ভোট টানার লক্ষ্যে রামের শরণ নিয়েছে তৃণমূল। কারণ বিজেপির ঝুলিতে রয়েছে রাম মন্দির নির্মাণের কৃতিত্ব, শুধু তাই নয় রামনবমীর উদযাপনের যে প্রসার ও সংখ্যা বেড়েছে তার নেপথ্যেও রয়েছে গেরুয়া শিবির। তাই জোড়াফুল শিবির রামনবমী পালন করে হিন্দুত্বের লাইনে হাঁটার চেষ্টা করছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন…
শুধু তাই নয়, রাম এবং রামনবমীর প্রতি একাত্মতা বোঝাতে বুধবার শিলিগুড়িতে বিজেপি নেতা রাজু বিস্তার সঙ্গে রামনবমীর মিছিলে একসঙ্গে হেঁটেছেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ।
সবমিলিয়ে বঙ্গ রাজনীতির ময়দানে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সিলেবাসে যে রাম অনিবার্য অংশ হয়ে উঠেছে, তা ভালোভাবেই রাজ্যবাসীকে বুঝিয়ে দিল জোড়াফুল শিবির
Discussion about this post