এই মৌসুমের দিল্লী মাত্র তিনটি ম্যাচ জিতেছে । প্লে অফে যাওয়ার সুযোগ খুব কম । দলের বড় ভরসা অলরাউন্ডার মিচেল মার্শ কে তারা হয়তো এই মরসুমে আর পাবে না ।
দিল্লির হয়ে প্রথম চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ । কিন্তু পেশির চোটের কারণে আর খেলতে পারেনি অস্ট্রেলিয়ান তারকা । মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার পর ৭ এপ্রিল দেশে ফিরে যান ।। মার্শের ফিটনেস সম্পর্কে রিকি পন্টিং বলেন আমার মনে হয় ওআর ফিরতে পারবে না। অস্ট্রেলিয়ায় এখন রিহ্যাবে রয়েছে মিচেল মার্শ । এই মুহূর্তে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ক্রিকেট দলের ক্যাপ্টেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়া বোর্ড মার্শ সুস্হ হলেও তাকে আর এদেশে আইপিএল খেলার জন্য পাঠাবেন না বলেই মনে করেন রিকি পন্টিং। বিশ্বকাপের আগে তাকে সম্পূর্ণ ফিট এবং তরতাজা দেখতে চান অস্ট্রেলিয়া বোর্ড । তাই দিল্লি ক্যাপিটাল এর পক্ষে মার্শকে ফিরে পাওয়ার সম্ভবনা নেই বললেই চলে। মার্শের অভাবে দিল্লি ক্যাপিটালস অনেক শক্তি হীন হয়ে পড়বে । তার মতো একজন অলরাউন্ডার দলে না থাকা যে কতটা ক্ষতিকর তার আগামী দিনই বলে দেবে । একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই মিচেল মার্শ । দিল্লি ক্যাপিটালস এর কপালটা খারাপই বলতে হবে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post