২০১২ তে যেবার কেকেআর প্রথম বার আইপিএল জয় করেছিল সেবার ওয়াং খেড়ে মাঠে মুম্বাইতে হারিয়েছিল কেকেআর । তারপর এবার সুনীল নারিন , বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আয়ার এবং মনীষ পান্ডের কৃতিত্বে মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে ধরাশায়ী করল কেকেআর ।
কেকেআরের ইনিংস শুরু করতে মাঠে আসেন ফিল সল্ট এবং সুনীল নারিন। শুরুতেই নুয়ান তুষারের বলে পরপর আউট হয়ে যান সল্ট , অঙ্গ-কৃষ,শ্রেয়াস । হার্দিক পান্ডিয়ার বলে আউট হন সুনীল নারিন। এবং পীযূষ চাওলা বলে ওঠান রিঙ্কু সিং। ৫৭ রানে কেকেআরের ৫ উইকেট পড়ে যাওয়ার পর বেঙ্কটেশ আইয়ার এবং মহীশ পান্ডে জুটি বাধেন । ষষ্ঠ উইকেটের জুটিতে ৮৩ রান করে তারা কেকেয়ারের স্কোর কে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন । মনীষ ৩১ বলে ৪২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। দীর্ঘদিন পরে খেলতে নেমে মনীষ ভালো ব্যাট করছ দলকে ভরসা যোগান । বুমরার বলে আউট হয়ে যাওয়ার আগে ভেঙ্কটেশ আইয়ার ৫২ বলে ৭০ রান করেন । এ বছর এটাই বড় রান ভেঙ্কটেশ আইয়াররের । আন্দ্রে রাসেল সাত রান করে রান আউট হয়ে যান । কুড়ি ওভারের মধ্যেই ১৫৯ রানে অলআউট হয়ে কেকেআর । আজও খুব ভালো বল করে যশপ্রীত বুমরা ৪২ রান দিয়ে তিনটি উইকেট পান । ১৭০ রানের টার্গেট নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই ১০রান করে ইশান কিষান মিচেল স্টার্কের বলে বোল্ড আউট হয়ে যান । এরপর সুনীল নারিনের শিকার হন রোহিত শর্মা। এইবার নিয়ে সুনীল নারিন রোহিত শর্মাকে দশবার আউট করলেন আইপিএলে। রোহিত শর্মা দশ রান করেন। আজ সুনীল নারিন এবং বরুন চক্রবর্তী দুজনেই দুর্দান্ত বল করেন। সূর্য কুমার যাদব তার স্বভাব বিরোধী ইনিংস খেলেন শুরুতে । পরের দিকে হাত খুলে মারতে শুরু করেন এবং অর্ধশতরান করে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে ফিরে রান । এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারিনি কেকেআর বোলারদের সামনে । শুধুমাত্র ডেভিড কিছুটা চেষ্টা করেছিল তিনি ২৪ রান করেন । শেষ দিকে স্টার্ক দুর্দান্ত বোলিং করেন এবং ৩৩ রানের চার উইকেট নেন । মুম্বাইকে ঘরের মাঠে হারিয়ে মুল পর্বের কাছাকাছি চলে গেল কেকেআর অপরদিকে কে কে আরের কাছে হেরে প্রায় বিদায়ের পথে মুম্বাই ইন্ডিয়ানস । সাতটি ম্যাচ জিতে কেকেআর এখন দ্বিতীয় স্থানে তাদের পয়েন্ট সংখ্যা ১৪
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post