আইপিএল মানেই খেলা ও বিনোদন ওতপ্রতভাবে জড়িত। IPL চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু ফ্যানেদের জানার কৌতুহল নেহাতই কম থাকে না। ক্রিকেট ও বলিউডের সম্পর্ক আজকের নয়। বহু পুরোনো। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক নানা কাহিনী। তবে আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকেরই অজানা।
কলকাতা নাইট রাইডার্সের এমন একজন ক্রিকেটার রয়েছে যিনি বলিউড অভিনেতা সুপারস্টার গোবিন্দার সম্পর্কে জামাই। অবাক হলেন জেনে? কিন্তু এটাই সত্যি। এই বিষয়টি অনেকেরই অজানা।
তিনি আর কেউই নন। সুপারস্টার গোবিন্দার জামাই হলেন কেকেআর ক্রিকেটার নীতিশ রানা।আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি।বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে। দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা। তবে এবার আপনারা ভাবছেন নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী সম্পর্কে গোবিন্দার জামাই হলেন?
সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা শো’-তে এই কথা এসেছে প্রাকাশ্যে।আর যা জেনে সকলেই হয়েছেন অবাক।জানা যায় ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা সুপারস্টারের সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।
প্রসঙ্গত, নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে সুযোগ পাননি তিনি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। তবে কেকেআরের ব্যাটিং লাইনে অন্যতম সেরা তারকা হলেন তিনি। অন্যদিকে, নীতিশ অবশ্য ব্যতিক্রমী দলনায়ক হতে চান। সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমে এক সাক্ষাকারে বলেন, ‘কেকেআর দলের নেতা হতে পারে গর্ববোধ করছি। এই দলে সৌরভ গঙ্গোপাধ্যায়, ম্যাককালামের মতো অধিনায়করা ছিলেন। দাদার স্টাইল তো একেবারেই আলাদা। আমি পছন্দ করি দাদার নেতৃত্ব স্টাইল। কিন্তু এও ঠিক আমি একেবারে অন্যরকমভাবে দলকে অধিনায়কত্ব করব।’ তিনি এও বলেন, ‘‘আমি গত কয়েকবছর থেকেই দলের বিষয়ে বহু সিদ্ধান্ত নিয়েছি। গতবার শ্রেয়স কিংবা তার আগে দীনেশ কার্তিক থাকতেও আমি পিছন থেকে ম্যাচে নিজের বুদ্ধি খাটিয়েছি। তাই বড় দলের কেমন দলগঠন হতে পারে, তার ধারণা আমার রয়েছে।’’
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post