বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন ভারতীয় রেলের গর্ব তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছরে প্রায় 50টির কাছাকাছি বন্দে ভারত সারা দেশের বেশিরভাগ রাজ্যগুলোকে স্পর্শ করেছে। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই বন্দে ভারতে চড়ার ইচ্ছা প্রকাশ করছেন। যে কারণে ট্রেনটির চাহিদা এত বেশি। সিজন তো দূরের কথা, এমনি সময়তেই বুকিং পাওয়া যায় না এই ট্রেনে। তবে এখন পর্যন্ত যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে, সেগুলোর সবচেয়ে বড় খামতি হল এগুলো সবকটিই চেয়ার কার। অর্থাৎ ট্রেনে শোওয়ার কোনও ব্যবস্থা নেই। সেই কারণে রেলও ট্রেনগুলোকে 10-12 ঘণ্টার বেশি দূরত্বে সফর করাতে পারছে না। এই সমস্যা থেকে মুক্তি দিতেই আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। তবে কোন রুটে চলবে এই ট্রেন?
জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উত্তর প্রদেশেই প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলতে পারে। জানা গিয়েছে, রেলের তরফে আগ্রা ও গোরখপুরের মধ্যে স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। লোকসভা নির্বাচনের পরেই এই ট্রেনটির ফ্ল্যাগঅফ করা হতে পারে। উত্তর-পূর্ব রেল এই ট্রেনের রুট নিয়ে একটি প্রস্তাব তৈরি করেছে। প্রাথমিকভাবে, এই ট্রেনটি গোরখপুর থেকে আগর পর্যন্ত চলার সম্ভাবনা থাকলেও পরে এর রুট দিল্লি পর্যন্ত বাড়ানো যেতে পারে। যদিও কোনও বিষয়ই এখনও সরকারি ভাবে গৃহীত
Discussion about this post